As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3936

হালাল হারাম

প্রকাশকাল: 8 নভে. 2016

প্রশ্ন

Assalamu Alikum Orahmatullah Obarakatuh…. কোন মুসলিম ভাইয়ের লুঙ্গি বা প্যন্ট যদি হাটুর উপরে থাকে অর্থাৎ হাটু বেরায়ে থাকে তাহলে তাকে সালাম দিতে পারবো কিনা? আমি একজন কে সালাম দিলে সে কোন উত্তর না দিয়ে আমাকে বলে আমার কাপর হাটুর উপরে, কুুুনআর সুুুন্নাহর আলোকে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাম দেয়া অন্যায় নয়, হাঁটুর উপর কাপড় পর গোনাহ।