আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3928

অর্থনৈতিক

প্রকাশকাল: 31 অক্টো. 2016

প্রশ্ন

সুরা আত-তাহরীম এর ৮নং আয়াতের তাফসীর জানতে চাই। কোন কোন ওয়ায়েজীনের বা তাফসীর কারকদের নিকট জানতে পারি যে বণী ইসরাইল সম্প্রদায়ের কোন ব্যক্তির নাম ছিল নসুহা তার একনিষ্ঠ তাওবার কারনে আয়াতটি নাযিল হয়। ঘটনা কি সত্য? (ঘটনাটি ছিল এই রকম কোন এক বাদশার একটি বান্দির প্রয়োজন ছিল যে তার স্ত্রী ও মেয়েকে গোছল করাবে। এই নসুহা ছিল পুরূষ তার কোন দাড়ী বা গোফ কোন কিছুই ছিল না তাই সে মেয়ে লোকের বেশ ধরে চাকরী নেয়… ভেদে মারেফাত ইয়াদে খোঁদা।

উত্তর

না ঘটনাটি সত্য নয়। নাসুহা শব্দের অর্থ নির্ভেজাল। গুনাহ করার পর নির্ভেজাল, একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। যে কোন কুরআনের তরজামা দেখলেই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে।