আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3921

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 অক্টো. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অনেক সময় ছেলে পক্ষ থেকে মেয়েকে দেখার জন্য মেয়ের ছবি চাওয়া হয় এক্ষেত্রে শরীয়ত কি বলে বা শরীয়ত অনুযায়ী কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে ছবি দিলে পর্দহীনতার সম্ভাবনা থাকে। কারণ ঐ ছবি শুধু মহিলাদের দেখা জায়েজ, এবং যে বিবাহ করতে আগ্রহী তার জন্য জায়েজ। ছবি দিলে অনেক পুরুষ দেখতে পারে। সুতরাং ছবি না দিয়ে বরং সরাসরি এসে দেখে যেতে বললে ভালো।