আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3918

নামায

প্রকাশকাল: 21 অক্টো. 2016

প্রশ্ন

১. তাহ্যিয়াতুল মসজিদের ২ রাকাত এবং ওযুর সুন্নাতের ২ রাকাত কি আলাদা আলাদা পড়তে হবে?
২. মাগরিবের নামাযের আগে তাহ্যিয়াতুল মসজিদের নামায পড়ার কোন সুযোগ/সময় পাওয়া যায় না. এই ব্যাপারে কোন সমস্যা আছে কি না?
৩. বিতর নামাযে দুয়া কুনুত যেটা পড়া হয় (আল্লহুম্মা ইন্না নাস্তাইনুকা). এটা কোন সহীহ হাদীস দ্বারা প্রমানিত কি না? যদি সহীহ হাদীস হয় তাহলে রেফারেন্স টা জানতে চাই.

উত্তর

হ্যাঁ, আলাদা নামায। আলাদা পড়তে হবে। ২। সময় পেলে পড়বেন, সময় না পেলে তো কিছু করার নেই। ৩। হ্যাঁ,সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। রেফারেন্সসহ বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত, ৩৭৯-৩৮৬ পৃষ্ঠা।