আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3909

রোজা

প্রকাশকাল: 12 অক্টো. 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম, অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তরটা দেবেন -আজ আমাদের রাজশাহীতে সেহরীর শেষ সময় ছিল 4.04 এবং ফজরের নামাজের সময় ছিল 4.10(বিষয়টা পরে জানতে পারি) । তবে আমি ভেবেছিলাম 4.15 অবধি সময়, তাই আমি 4.12 এ সময় আছে ভেবে পানি খেয়েছি। এখন কি আমার রোজা ভেঙে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, আপনার রোজা ভেঙে গেছে। আপনাকে এই রোজার বদলে পরবর্তীতে একটি রোজা কাজা করতে হবে। কাফফারা দেয়া লাগবে না।