আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3908

সালাত

প্রকাশকাল: 11 অক্টো. 2016

প্রশ্ন

নামাজে কাপড় গুটিয়ে রাখলে কি গুনাহ হবে? দলিলসহ জানাবেন।

উত্তর

নামাযে কাপড় গুটিয়ে রাখতে হাদসে নিষেধ করা হয়েছে। عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا. ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং এবং নিষেধ করা হয়েছে চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। সুতরাং এটা করা থেকে বিরত থাকতে হবে।