মেয়েরা কি সবার সামনে বাহিরে নামাজ পরতে পারবে, দয়া করে মাসসালা টা জানাবেন?……
উত্তর
রাসূলুল্লাহ সা. তো মহিলাদেরকে বাড়িতে নামায পড়তে বলছেন, উত্তম বলেছেন। সবার সামনে বাইরে কেউ নামায পড়বে না। পুরুষরা মসজিদে আর মহিলারা বাড়িতে। বাড়ির বাইরে বাজারে বা অন্য কোথাও গেলে মহিলারা মসজিদের এক কোনায় পুরুষেদের স্পর্শ এড়িয়ে নামায আদায় করে নিবে। আর মসজিদে যদি মহিলাদের নামাযের জায়গা থাকে তাহলে সেখানে নামায আদায় করবে।