আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3885

বিবিধ

প্রকাশকাল: 18 সেপ্টে. 2016

প্রশ্ন

NGO সংস্থাতে চাকুরি করা কি বৈধ হবে? এটা করলে কি পরকালে নাজাত পাওয়ার আশা যায়?

উত্তর

সুদভিত্তিক কোন সংস্থাতে চাকুরী করা যাবে না। হারাম টাকায় গড়া রক্ত-মাংসের মানুষের ইবাদত আল্লাহ গ্রহন করবেন না। সুতরাং হালাল পথে উপার্জন করে ইবাদাত করে আল্লাহর নাজাতে আশা করতে হবে।