আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3883

ঈমান

প্রকাশকাল: 16 সেপ্টে. 2016

প্রশ্ন

Assalamualikum.. আমরা সাধারণত সালাত,ওযু ইত্যাদি ভাঙ্গার কারণ গুলো জানি কিন্ত ঈমান ভঙ্গের কারণ গুলো নিযে এতোটা মাথা ঘামায় না..আমার প্রশ্ন হলো দয়া করে ঈমান ভঙ্গের কারন গুলো বিস্তারিত জানাবেন কুরআন ও সুন্নাতের আলোকে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঈমান ভঙ্গের কিছু কারণ হলো: শিরক করা, কুরআন ও মুতাওতির হাদীসের মাধ্যমে সাব্যস্ত কোন বিষয়কে অস্বীকার করা, হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, কুরআন ও মুতাওতির হাদীসের মাধ্যমে সাব্যস্ত কোন ইবাদতকে অস্বীকার করা, রাসূলকে গালি দেয়া, ইসলামী আইনকে অকেজো পুরোনো মনে করা ইত্যাদি।