আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3881

নামায

প্রকাশকাল: 14 সেপ্টে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়খ আমার প্রশ্নটি হলো রোজার সময় কি তাহাজ্জুদ পড়া যাবে? পড়া গেলে তাহাজ্জুদ এর সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত। জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঘুম থেকে উঠে যে সুন্নাত নামায পড়া হয় সেটাই তাহাজ্জুদ। সারা বছর পড়া যায়।