আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3876

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 সেপ্টে. 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই আমাদের অনেক মুসলিম ভাই ও বোনের মনে এই যুগে প্রায়ই এই প্রশ্ন আসে যে আল্লাহ আমাকে কেন পৃথিবীতে পাঠালেন?আমার জীবন এত বেশি কষ্টের কেন যেখানে অন্যেরা আল্লাহকে ভুলে ও এত শান্তিতে আছে আর আল্লাহ ও তাদের পথ সহজ করে দিয়েছেন, যেখানে আমার পদে পদে বাধা সেখানে তাদের পথে কোন বাধা নেই। যেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েও অনেক কাজে অকৃতকার্য ও অপমানিত হতে হয় কিন্তু আল্লাহর কাছে সাহা্য্য না চেয়েও অনেকে কাজে বা পরীক্ষায় সফল বা সম্মান জনক ভাবে রাস্তা পার হয়ে যায়?আল্লার কাছে এত বেশি দোয়া চাওয়ার পরও কেন দোয়া কবুল হলো না যেখানে অন্য অনেকে নামায বা দোয়া না করেও অনেক কিছু পেয়ে যায়, এর ফলে অনেকেই আল্লাহর উপর রাগ করে। অনেকে বলে আমি আর নামায পরব না আর আল্লাহর কাছে চাইব না আর চাইলে ও তিনি না দিয়ে বরং কষ্ট, মানুষের সামনে অপমান বারিয়ে দেন। দয়া করে প্রশ্ন গুলোর উওর পেলে অনেক উপকৃত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যা বলছেন গভীরভাবে চিন্তা করুন এটা সঠিক নয়। টাকা-পয়সা জীবনের শান্তির একমাত্র মাধ্যম নয়। আপনি টাকা-পয়সাকেই সুখের মাধ্যম মনে করছেন। যাদের টাকা-পয়সা বেশী এবং ধর্মের পথে নেই তারা যে কত অশান্তিতে আছে, যাদি তাদের সাথে আপনি মিশতেন বুঝতে পারতেন। যদি শান্তিতে থাকেও সেটা খুবই স্বাময়িক। জীবনে সফলতা বা ব্যার্থতার মাপকাঠি দুনিয়া নয়, মাপকাঠি হলো আখেরাত। আল্লাহ তায়াল বলেন, إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلَا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ মূলত ক্ষতিগ্রস্থ তারাই যার নিজেদেরকে এবং নিজের পরিবারকে কিয়ামতের দিন ক্ষতির ভিতর ফেলবেন, শুনে রেখ তারাই হলো আসল ক্ষতিগ্রস্থ। সূরা যুমার আয়াত-১৫। তাহলে দুনিয়ার টাকা-পয়সা দিয়ে সফলতা মাপা যাবে না। সমস্যায় পড়লে ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কুরআনে বারবার এটা বলা হয়েছে। আবার মূমিনদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তায়ালা বিভিন্ন সময় পরীক্ষা করবেন বলে কুরআনে বলা হয়েছে। কুরআনে আল্লাহ বলেছেন, أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ মানুষ কি মনে করে যে, তারা বলবে, আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেয়া হবে, পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি তাদের পূর্বের লোকদেরকে পরীক্ষা করেছি, যাতে করে আল্লাহ তায়ালা সত্যবাদী ও মিথ্যাবাদীদের চিনে নিতে পারেন। সূরা আনকাবুত, আয়াত ১-২। তাহলে একটু পরীক্ষার সম্মুখীনে হলেই ঢাল-তলোয়ার ফেলে পালাবেন তাহলে কি প্রকৃত মুমিন হওয়া সম্ভব? সুতরাং প্রকৃত সফল হতে হলে পরীক্ষায় পাশ করেই হতে হবে। দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য সর্বদা দুআ করতে হবে। বিপদে বেঈমান হওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর