আস-সালামু আলাইকুম। শায়েখ আমি কয়েকটা জিনিস জানতে চাচ্ছি। ১. রোজার নিয়ত কি মুখে করতে হবে? ২. কোরআন শরীফের প্রথমে কিছু নিয়ম লিখে আছে এর মধ্যে বলা আছে সুরা বাকারাহ পড়ার পর একটি দোয়া দেওয়া আছে ঐটা পড়তে। আমি জানতে চাচ্ছি সুরাহ বাকারাহ পড়ার পর কি এমন কিছু আছে যা আমি পড়তে হবে? ৩. আমি যদি যে কোনো নামাযের প্রথমে যে সুন্নত নামায সেটা পড়ার অনেক খন পড়ে ফরজ নামায টা আদায় করি তাহলে কি হবে? এবং তখন কি আবার উজু করে নিতে হবে? ৪. তারাবির নামায ৮ রাকাত আদায় করলে হবে গুনাহ হবে নাকি ২০ রাকাতই আদায় করতে হবে? এবং তারাবিহ নামায না পড়লে গুনাহ হবে কি? সহিহ সুন্নার আলোকে সব গুলো প্রশ্নের উওর দিয়ে আমায় উপকৃত করবেন। জাজাকাল্লাহ খাইরান