আসসালামুয়ালিকুম, আমাদের এখানে একজন আলেম বলেছেন, ট্যাক্স দেয়া হারাম, তাই আমাদের উচিৎ ট্যাক্স না দেয়া। কিন্তু ট্যাক্স না দেয়ার ক্ষেত্রে কৌশল হিসেবে মিথ্যা বলা যাবেনা। সে ক্ষেত্রে আমার এক বন্ধু একটা উপায় বের করেছে যা সে আমল করছে। তাহলো, তাঁর যে পরিমাণ ট্যাক্স আসে, সে পরিমাণ টাকা সঞ্চয় পত্র করে সেখান থেকে যে মুনাফা আসে বা সুদ আসে, তা দিয়ে ট্যাক্স এর টাকা ভরে থাকে। সে বলে যে, সে এক হারাম দিয়ে আরেক হারাম কাটছে। এক্ষেত্রে ইসলামের সঠিক নির্দেশনা জানতে চাই।