আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3869

সালাত

প্রকাশকাল: 2 সেপ্টে. 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম!
শায়েখ আমার গ্রামের মসজিদের ইমাম ছুটিতে আছে তাই এখন এক মুরুব্বি সালাত পড়ায় উনি মাথায় ও দাড়িতে কালো খেজাব ব্যবহার করে। দাড়িও এক মুস্টির কম এবং সালাতো দ্রুত পড়ায়। এমতাবস্থায় উনার পিছনে জামাতে সালাত উত্তম হবে নাকি বাড়িতে একা একা সালাত উত্তম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তাঁর পিছনেই পড়তে হবে, বাড়িতে একা একা নয়।