আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3861

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 আগস্ট 2016

প্রশ্ন

আমার এক বন্ধু এক নারির সাথে অস্লিলতা,বেহায়াপনাসহ খারাপ কাজে লিপ্ত ছিল। কিন্তু সে যউন মিলন করেনি। এতি বাতিত সব কাজ করেছে অই নারির সাতে। এখন সে তাওবা করে ভাল হয়ে গেছে। সে ৫ ওয়াক্ত নামাজ পরার ছেস্তা করে। এখন সে যদি বেগানা নারি যেমন,মামি,চাচি,খালাত বন,মামাত বন,ফুপুত বন,ভাবি এদের সাতে সাম্নাসাম্নি কথা বলে,একসাথে আদ্দা দেয় তাইলে কি তার আগের তাওবা বাতিল হয়ে যাবে? সে যদি বান্ধবীর সাথে দেখা করে কথা বলে, প্রেমিকার সাতে কথা বলে কিন্তু অস্লিল কিছু না করে তাইলে কি তার আগের তাওবা বাতিল? সে যদি টিভি তে বিভিন্ন প্রগ্রাম দেখে জেগুলতে নারি আছে তাইলে কি তার তাওবা বাতিল হয়ে যাবে?

উত্তর

তওবা করে পাপ থেকে ফিরে আসার পর আর কখনো ঐ কাজে লিপ্ত হওয়া যায় না। ঐ পাপকাজ যেন না হয় সে জন্য সর্বাত্মক চেষ্টা করবে। যদি এমন কাজ পূনরায় অনিচ্ছাকৃত হয়ে যায় তাহলে আবার তওবা করবেন। সে বর্তমানে যে পাপগুলো করছে এগুলো থেকে বিরত থাকা আবশ্যক নয়তো সে আবার বড় ধরণের পাপে পড়ে যাওয়ার আশঙ্কা আছে।