আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3858

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলায়কুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু!
কানাডায় স্থানীয় কিছু ভাই, হালাল উপার্জনের নিমিত্তে একটি হালাল ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে একটি ফাণ্ড গঠন করেছেন। উদ্দেশ্য ব্যবসায়ের মুলধন সংগ্রহ করা এবং হালাল ব্যবসায়ে বিনিয়োগ করা এবং ধীরে ধীরে মানুষকে হালাল উপার্জনে উৎসাহিত করা। এই ফাণ্ডে এমন অনেক সদস্য আছেন, যারা এমন কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন, যেখানে উপার্জনটা সম্পূর্ন হালাল নয়। যেমন রেষ্টুরেন্ট যেখানে অন্যান্য খাবারের পাশাপাশি মদ ও শুকরের মাংসও সার্ভিস করা হয়, ইত্যাদি
এখন তাদের উপার্জিত অর্থ তারা এক্ষেত্রে বিনিয়োগ করে, হালাল উপার্জনের দিকে ধাবিত হতে পারবেন কিনা?
অনেকের অভিযোগ যেহেতু কিছু ভাইয়ের উপার্জন হালাল, আর কিছু ভাইয়ের উপার্জন হারাম, সুতরাং এই ফাণ্ড শরিয়ত সম্মত নয়। ইন-শা-আল্লাহ, কুরআন এবং সুন্নাহের আলোকে আপনাদের সুবিজ্ঞ পরামর্শ প্রত্যাশা করছি। যাজাকুমুল্লাহু খায়রান! আলহামদুলিল্লাহ!

উত্তর

উত্তরধ ওয়া আলাইকুমুস সালাম। ভালো সাথে মন্দ মিশে গেলে সেটা যে আর ভালো থাকে না এটা তো স্পষ্ট কথা। সুতরাং যাদের উপার্জন সম্পূর্ণ হালাল শুধু তারা মিলেই এই ফান্ড গঠন করতে হবে। হারাম সম্পদ দিয়ে গঠিত ফান্ডের ব্যবসা হালাল হবে না। হারাম টাকা দিয়ে উপার্জিত অর্থ হারাম হবে।