আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রামে জন্ম থেকে আছি,এখন গাজীপুর এ ১ বছর ধরে আছি পড়ালেখার জন্য মেসে। আমার বোনের বাসা কুমিল্লা আমি অখানে ২-৩ দিন এর জন্য বেড়াতে যাই,আবার চট্টগ্রামেও ৩-৪ দিন বন্ধ পেলে যাই, এমতাবস্থায় আমার নামাজের বিধান কি? আমি কোন জায়গায় মুসাফির? মুসাফির অবস্থায় মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে হবে শুধু ফরজ? যদিও মসজিদ বাসার কাছে থাকে?