আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3857

সফর

প্রকাশকাল: 21 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রামে জন্ম থেকে আছি,এখন গাজীপুর এ ১ বছর ধরে আছি পড়ালেখার জন্য মেসে। আমার বোনের বাসা কুমিল্লা আমি অখানে ২-৩ দিন এর জন্য বেড়াতে যাই,আবার চট্টগ্রামেও ৩-৪ দিন বন্ধ পেলে যাই, এমতাবস্থায় আমার নামাজের বিধান কি? আমি কোন জায়গায় মুসাফির? মুসাফির অবস্থায় মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে হবে শুধু ফরজ? যদিও মসজিদ বাসার কাছে থাকে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বোনের বাড়িতে গেলে মুসাফির হবেন। চট্রগামে নিজের বাড়িতে গেলে মুসাফির হবেন না। মুসাফির অবস্থায় মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে চার রাকআত বিশিষ্ট ফরজগুলো ২ রাকআত পড়তে হবে। সুন্নাত নামায পড়লে ক্ষতি নেই। বাসার পাশে মসজিদ থাকলে নি:সন্দেহে মসজিদে যাওয়া ভালো।