আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3854

হালাল হারাম

প্রকাশকাল: 18 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হুজুর আমি একটা খুব বড় সমস্যায় ভুগিতেছি সেটা হল হালাল ইনকামের বিষয়ে। আমি ইসলামি ব্যাংকে চাকুরী করিতেছি চাকুরীতে আমি সব যোগ্যতা ১০০% দেখিয়েছি মানে চাকুরির লিখিত, ভাইবা,মেডিকেল সহ সকল পরিক্ষায় ১ম হয়েছি কিন্তু চাকুরির জন্য বাস্তব অভিজ্ঞতা যা চেয়েছিল তাতে আমি অন্য কোন প্রতিস্টানে চাকুরী না করেই সে অভিজ্ঞতা আমার থাকায় সেই অভিজ্ঞতার সার্টিফিকেট বানিয়ে চাকুরী নিয়েছি এটাতে কি আমার ইনকাম হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা তো মারাত্নক অন্যায় হয়েছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই ধরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজ ব্যহত হয় তবে আপনার যেহেতু অভিজ্ঞতা আছে তাই কাজে সমস্যা না হলেও এভাব সার্টিফিকেট বানানো না জায়েজ। বিষয়টি আল্লাহ এবং আপনার মাঝে ছেড়ে দিলাম। হয়তো আল্লাহ আপনার ওযর গ্রহন করতে পারেন।