আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন গাইড কোম্পানি টাকা দেয় এবং তা শিক্ষক কর্মচারীরা ভাগ করে নেয়। এর বিনিময়ে শিক্ষকগণ ঐ কোম্পানির বই ক্রয়ের জন্য ছাত্র/ছাত্রীদের উদ্ভুদ্ধ করেন। এই আয়টা হালাল কি না। দয়াকরে ব্যাখ্যাসহ বলবেন। উল্লেখ্য যে, বেশিরভাগ সময়েই এই টাকা নিয়ে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও শিক্ষকগণের মধ্যে দরকষাকষি করে নির্ধারিত হয়। যদি হালাল না হয় তাহলে এই টাকা নিয়ে গরীব কাউকে দান করা ভালো? নাকি না নেওয়াই ভালো? দয়াকরে বিস্তারিত বলবেন।