আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 385

নামায

প্রকাশকাল: 18 ফেব্রু. 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। জানি যে রসূল সঃ কয়েক ভাবে বেতের সালাত আদায় করতেন। তাহলে আমরাও কি একেক সময় একেক ভাবে বেতের সালাত পড়তে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, একেক সময় একেক পদ্ধতিতে আপনি বিতর সালাত আদায় করতে পারেন। তবে যে পদ্ধতিতেই পড়বেন ভাল ভাবে শিখে নিবেন, জেনে নিবেন।পদ্ধতিটি যেন সুন্নাহ সম্মত হয়।