বর্তমানে জানাজার নামাজ পরা নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি দেখা দিচ্ছে (তাকবীর নিয়ে, সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে, ২য় তাকবীর এর পর পটিত কোনটি আসল দোয়া সেটি নিয়ে)। স্যার এর কাছে বিনীত ভাবে অনুরধ থাকল, আমাদেরকে রাসুল (সঃ) এর সুন্নতের আলোকে জানাজার নামাজ কিভাবে পড়বো সে বিষয়ে বললে আমরা অনেক উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান