আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3837

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 1 আগস্ট 2016

প্রশ্ন

আসসালামু আলাইকু। আমার আগের প্রশ্ন নাম্বার ছিল ৩৩৭৮. আমি ওই প্রশ্নের সাথে আরেকটু যোগ করতে চাই তাহলো আমার বড় ভাইয়ের জন্য দেখা সেই পাত্রীর বাবা প্রস্তাব দেন আমার বাবার কাছে ঠিক এভাবে যে, আপনার মেয়েকে আমার বড় ছেলের সাথে বিয়ে দেন আর আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেন। আমরা তার মেয়েকে পছন্দ করে রেখেছিলাম অনেক আগেই। শুধু আমার কারণে দেরি হচ্ছিল। তার বাবার এমন প্রস্তাবে কি আমার পরিবার রাজি হতে পারবে কি না। দয়া করে একটু শরিয়ত সম্মত সমাধান দিবেন? এটা কি শিগারের মধ্যে পড়ে? কিভাবে শরিয়ত করলে শরিয়ত সম্মতি দেয় সেটাও জানাবেন kindly.
আপনাদের সেবায় আমি মুগ্ধ। আল্লাহ সারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সেই সাথে আপনাদের ও।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রস্তাব ঠিকই আছে। আপনাদের বিবাহে কোন বাধা নেই।