আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3832

যাকাত

প্রকাশকাল: 27 জুলাই 2016

প্রশ্ন

নিচের কোনটি যাকাতের নিসাবের অন্তর্ভুক্ত? ১। ব্যাংক সেভিং একাউন্টে জমাকৃত টাকা। (সহজে উত্তোলনযোগ্য)
২। ব্যাংক ডিপিএস একাউন্টে জমাকৃত টাকা। (সহজে উত্তোলন করা যায় না)
৩। ব্যাংক স্যালারি একাউন্টে মাসিক ব্যয় মেটানোর পর অবশিষ্ট জমাকৃত টাকা। ৪। জমি বন্ধকির বিনিময়ে জমির মালিকের নিকট প্রদানকৃত টাকা (যা পরবর্তীতে ফেরতযোগ্য)। ৫। অন্যের নিকট পাওয়া যাবে এমন টাকা।

উত্তর

উপরুক্ত ৫ শ্রেণীর টাকাই যাকাতের নিসাবের অন্তর্ভূক্ত। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর