আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3823

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 জুলাই 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটি বড়। আশা করি একটু সময় নিয়ে পড়বেন। ছোট থেকে জানতাম আমার বাবার সাথে চারজন ফেরেস্তা আছে, আমার মায়ের সাথেও জীন আছে। আমার বাবা যে পদ্ধতিতে তদবীর করে রাহে বেলায়াত বইটি পড়ার পর জানতে পারলাম এগুলি শির্ক ও জাদুকর এর আওতায় পরে (বইটিতে বর্নিত বিবরনের সাথে সব মিলে যায়) । তাই বইটি আমার বাবাকে উপহার দেই প্রায় ছয়মাস আগে । কিন্তু গতরাতে আমার উপর ভিষন রাগ, তুচ্ছ তাচ্ছিল্য, কটুক্তি করে তাকে এই বইটি দেয়ার কারনে। আমার বাবার দাবী তার উপর এলহাম হয়। তার সাথে চারজন ফেরেস্তা আছে তাত্তাইল, ডাজজাইল, হুদদাইল, কাজজাইল। (আমি বলেছি এগুলো ফেরেস্তা নয় এগুলো শয়তান এর জন্য আমি বেয়াদব) তিনি টেলিপ্যাথি জানেন এবং এর মাধ্যমে যা করার তিনি করে থাকেন। কোরআন মজিদ পড়ার সাথে সাথে কলম দিয়ে এমনভাবে আন্ডার লাইন করেছে যে সেটা অন্যকারাে পক্ষে পড়ার উপযুক্ত নয়। এটাতে তার দাবী আমি কোরআনের আয়াত নিজের মধ্যে প্রবেশ করাই এবং গবেশনা করি। তার কাছে বোখারির হাদিস ভিত্তিহীন। আমার বাবার বয়স প্রায় ৭০ এর কাছাকাছি, এখনো ১৯৬০ সালের হিন্দি গান ছাড়তে পারেনি, মোবাইলে গান চালু করে বালিশের পাশে দিয়ে ঘুমায়, নামাজ বাড়িতে পরে (ঘরের দেয়ালে ছবি আছে) শেষ ওয়াক্তে যেমন ফজর পড়বে ফর্সা হবার পর, যোহর আড়াইটা থেকে পনে তিনটার দিকে আর এশা সাড়ে বাড়টা থেকে একটা এটা তার অভ্যাসে পরিনত হয়েছে। তার স্ত্রী সন্তান ঠিক মত নামাজ পড়েনা রোজা রাখেনা সেটা তার কাছে কোন গুরুত্ব্য বহন করেনা তবে সবেবরাতে রাত না জাগলে বাড়ি মাথায় করবে। আমার স্ত্রীকে বর্খা পরাই এতে আমার মা, বাবাকে অপমান করা হয় কারন আমার মা পড়েনা আর আমার বাবা কোনদিনও বলেনি। আলহামদুলিল্লাহ আমার একটি কন্যা সন্তান আছে বয়স চার বছর তার সুরা ফাতেহা, ইখলাস, ফালাক, টয়লেটে যাবার দোয়া মুখস্ত এটাও তাদের কাছে অপমান জনক কারন এগুলো তারা আমাকে করায়নি । আমার স্ত্রীকে নামাজে পড়ছে কিনা জানতে চাই এটাও তাদের জন্য অপমান জনক । আমি তাফসীর ইবনে কাসির, সহিহ বোখারী ইসলামী ফাউনে্ডশন, জাল হাদিসের কবলে রাসুলুল্লাহর সালাত মোজাফফর বিন মুহসিন, আবদুল্লাহ জাহাঙ্গীর সারের বইগুলি পরছি, আহলে হাদিস মসজিদে নামাজ পড়ছি তাতে নাকি আমি ভ্রান্ত আকীদায় চলছি । এরকম পদে পদে আমার ও আমার স্ত্রীর অনেক ভুল তাদের কাছে দৃশ্যমান । এখন আমার প্রশ্ন হলো আমার বাবার দাবীগুলো কি ইসলামি আকিদায় যুক্তিযুক্ত? ইলহাম কি.? গুপ্তদুয়ার কি.? জীকর করে মাটি কাঁপানো সম্ভব.? ফেরেস্তা কি মানুষের বাধ্য হয়.? প্রধান চার ফেরেস্তার নাম বদনায় দিয়ে দোয়া করলে সেই ফেরেস্তারা কি আসলেই উপস্তিথ হয়.. উল্লেখিত নাম গুলি কি ফেরস্তার নাকি জিনদের? মুসলিম জীনেরা কি সেচ্ছায় মানুষের বাধ্য হয় (আমার মায়ের সাথে একজন জীনদের রানী আছে) । এই রকম সমস্যা মোকাবেলায় আমার প্রতি আপনাদের পরামর্শ দিয়ে বাধিত করবেন আসসালামু আলাইকুম.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সত্য বলতে কি আপনার বাবা-মার সাথে থাকা শয়তান এখন তাদেরকে পরিপূর্ণ আয়ত্বে করে ফেলেছে, বলতে গেলে তারা শয়তানে পরিণত হয়ে গেছে। আপানার উচিৎ হলো ঐ বাড়ি ত্যাগ করে অন্য কোথাও থাকা অথবা বাড়িতে সম্পূর্ণরূপে তাদের থেকে পৃথক থাকা। নতুবা তাদের এই শয়তানির প্রভাব আপনার সন্তানদের ভিতর আছর করতে পারে। দূর থেকে তাদের প্রতি আপনার দায়িত্ব পালন করবেন। এবং তাদের জন্য হেদায়াতের দুআ করবেন। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।