আসসালামু আলাইকুম। জাকাত বিষয়ে জানতে চায়। আমার জাকাত পরিমান সোনা আছে। আমি জাকাত আদায় করি। আমার ছেলে সন্তান জন্ম নেয়ার পর ১ভরি কিছু কম সোনা উপহার পায়। এবং আমার বিয়ে এর সময় আমার husband কিছু সোনা (১ ভরির কম) উপহার পাই। জা তাদের জন্য ই আছে বা উহার মালিকানা তাদের ই। আর আমি তা মাঝে মাঝে ব্যবহার করি। এখন এই সোনার ও কি জাকাত দিতে হবে?