আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3821

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 জুলাই 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। জাকাত বিষয়ে জানতে চায়। আমার জাকাত পরিমান সোনা আছে। আমি জাকাত আদায় করি। আমার ছেলে সন্তান জন্ম নেয়ার পর ১ভরি কিছু কম সোনা উপহার পায়। এবং আমার বিয়ে এর সময় আমার husband কিছু সোনা (১ ভরির কম) উপহার পাই। জা তাদের জন্য ই আছে বা উহার মালিকানা তাদের ই। আর আমি তা মাঝে মাঝে ব্যবহার করি। এখন এই সোনার ও কি জাকাত দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ছেলেও ও স্বামীর র্স্বর্ণের জাকাত আপনাকে দিতে হবে না। আপনার স্বামীর উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে এই স্বর্ণের হিসাবও যাকাতের হিসাবের মধ্যে প্রবেশ করবেন।