আসসালামু আলাইকুম। প্রশ্নঃ আমার মা এবং বোন নামাজের সময় মাথায় কাপড় বা ওড়না দিয়ে স্বাভাবিক কাপড় বা থ্রি পিস পরে নামাজ পড়ে,তবে কান বা চুল সামান্য পরিমাণে দেখা যায়। তার কি নামাজ হবে? আর ছেলে বা ভাই এর সামনে কি নামাজ আদায় করা যাবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ছেলে বা ভাইয়ের সামনে নামায পড়া যাবে। চুল ও কান সম্পূর্ণরূপে ঢাকতে হবে, নয়তো নামাজ হবে না।