আসসালামু আলাইকুম, বর্তমানে রূপার ভরি হিসেবে যাকাত হিসেব করলে মাত্র ২৭-২৮ হাজার টাকা জমার উপর ই যাকাত ফরজ হয়। প্রশ্ন এত কম টাকা নিসাব হলে তো যাকাত গ্রহিতা অনেক কমে যাবে কিন্তু যাকাতদাতা ঘর ঘর পাওয়া যাবে! এমন তো অনেক আছে ৫০হাজার ১লাখ টাকা কেউ কোন কাজের জন্য রেখেছে যা একবছর ওভার হয়ে গেছে, বাস্তবে সে নিতান্ত ই গরিব, কিন্তু রূপার হিসেবে সে যাকাত দিতে হবে, যাকাত নিতে পারবে না! মিজানুর রহমান আজহারীর আলোচনায় শুনেছি তিনি বলেছেন বর্তমানে স্বর্ণের হিসেবে নিসাব নির্ধারন করতে হবে, এটি কতটুকু সঠিক হবে? ২য় প্রশ্ন কাউকে কর্জ দিলে হাতে আসার আগে সে টাকার উপর যাকাত আসবে? দয়া করে জানাবেন। যাকাত হিসাব করার একটি চার্ট দিলে ভালো হয়।