আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3802

তারাবীহ

প্রকাশকাল: 27 জুন 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন, তাহাজ্জুদ ও তারাবির নামাজের সময় জায়নামাজে দাঁড়িয়ে আমরা যখন অন্তরে নিয়ত করব তখন কি এটা সুন্নত নাকি নফল নামাজের নিয়ত করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুন্নাত-নফল কিছুরই নিয়ত করতে হবে না। তাহাজ্জুদ তারবী করলেই হবে।