আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3795

বিবিধ

প্রকাশকাল: 20 জুন 2016

প্রশ্ন

আমি সালাত আদায় করিআবার গান-বাজনা শুনি আমার সালাত কি কবুল হবে?

উত্তর

সালাতিই যদি আদায় করবেন তাহলে গান-বাজনা শুনবেন কেন? ভালোর সাথে খারাপ মিলানোকি কেন জ্ঞানী মানুষের কাজ হতে পারে। মনোযোগের সাথে সালাত আদায় করুন ইনশাআল্লাহ গান-বাজনা আপনার আর ভালো লাগবে না। নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করুন, আর এখনই গান-বাজনাসহ সমস্ত হারাম বিষয় ত্যাগ করুন।