আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3776

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 জুন 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি দোকানদার। আমার কাছে সব সময় ২ লাখ টাকা থাকে বিকাশের দোকানের মিলিয়ে। এখন কথা হল এই টাকার যাকাত দেওয়া ;লাগবে কিনা একটু জানালে ভাল হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যে টাকার মালিক সেগুলোর যাকাত আপনাকে দিতে হবে। যদি ঋন থাকে তাহলে আপনার মূল টাকা থেকে ঋন পরিমান টাকা বাদ দিয়ে অবশিষ্ট টাকার যাকাত দিতে হবে।