আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3774

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 30 মে 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি একটি কসম করেছিলাম যে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করব কিন্তু করতে পারি নাই। এক্ষেত্রে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হবে। দয়াকরে উত্তরটি দিবেন?
আরেকটি কসম করেছিলাম, কাজটি করব না। কিন্তু করে ফেলেছি। এক্ষেত্রে কিভাবে কাফফারা আদায় করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই কসমের কাফফারা হলো ১০জন মিসকিনকে ২বেলা খাওয়াতে হবে। দুইটি কসমরে জন্য দুইট কাফফার দিতে হবে।