আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3760

সালাত

প্রকাশকাল: 16 মে 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পূর্বের প্রশ্নের উওর গুলো দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সুস্থ রাখুক এই দোয়াই করি। শায়খ আমার জানার ছিলো যে আপনি আমার পূর্বের (3936) প্রশ্নের জবাবে বলেছিলেন যে মেয়ের অভিভাবককে রাজী করিয়া পূনরায় বিয়ে পড়িয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এবং আপনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম (3931) নং এ যে যদি মেসেজে একসাথে একটি মেসেজে ৩ বার তালাক লিখে দেই তাহলে হবে নাকি। এখন শায়খ আমি জানতে চাচ্ছিলাম যে এখন যদি আমরা বিয়েটা বাতিল ধরে নিয়ে আমার স্ত্রীকে পুনরায় তার বাড়িয়ে পাঠিয়ে তার পরিবারকে রাজি করিয়ে বিয়ে করি তাহলে কি আমাদের বিয়েটা ঠিক হবে? কারন পুর্ববর্তী বিয়েটা যদি বাতিল হয় তাহলে ঐ বিয়ের তালাক এর তো কোনো সমস্যা হবে না এবং আমরা আল্লাহর কাছে মন থেকে তওবা করে ইসলামী শরীয়া মেনে পারিবারিক ভাবি বিয়েটা করি তাহলে আমাদের বিয়েটা জায়েজ হবে কি? দয়া করে আপনার মতামত জানাবেন। (০০৪১ নং প্রশ্নের উওরটাও আমি পড়েছি)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৩ তালাক দেওয়ার পর বিয়ে করার স্বাভাবিকভাবে কোন সুযোগ থাকে না। ঐ মেয়ের পরি যদি অন্য কোথাও বিয়ে হয় এবং সেই স্বামী মারা যায় বা তালাক দেয় তাহলেই কেবল প্রথম স্বামী বিয়ে করতে পারে। বিস্তারিত জানতে ফোন করবেন 01762629405 যে কোন দিন এশার পর