আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3758

নামায

প্রকাশকাল: 14 মে 2016

প্রশ্ন

Assalamualaikum sir. চার রাকাত ফরজ সালাতে, যদি প্রতি রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য কোন সূরা মিলিয়ে পড়ি তাহলে কি গুনা হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিয়ম হলো শেষের দুই রাকআতে সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা না পড়া। আপনি পড়বেন না। গুনাহ হওয়ার প্রশ্ন কেন?