আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3756

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 12 মে 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। শায়খ আমার বাবা নিয়মিত সিগারেট খায়। ইসলাম এ সিগারেট খাওয়া হারাম সুতরাং একন যদি আমার বাবা আমায় সিগারেট এনে দিতে বলে তাহলে কি আমি আনলে আমি ও গুনাহগার হবো? আমার বাবা নিয়মিত অনেক কটু কথা বলে আমাদের এবং ছেলে মেয়ের শুধু ভুল খুজে আর অজথা বারাবারি করে। তাই আমার মা আরো অশান্তি না হয়ার জন্য বাসায় টাকার সমস্যা থাকা সর্তে ও বাবা কে সিগারেট এনে দেয় এবং টাকা দেয় সিগারেটের কিন্তু আমার বাবার পরিবার নিয়ে একটু ও মাথা ব্যথা নেই। তাই আমায় সিগারেট এনে দিতে বললে না করতে পারি না ভয়ে এবং জামেলার কথা চিন্তা করে। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি আমার কি করা উচিত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ধর্মের বুঝ না থাকার কারণে এমন হয়। আপনি চেষ্টা করুন প্রতিদিন রাতে কোন নসীহতমূলক কোনভাল বই থেকে পরিবারের সবাইকে নিয়ে ১৫-২০ মিনিট পড়ার জন্য। আপনার বাবও যেন থাকে। এভাবে দ্বীনি পরিবেশ সৃষ্টি করুন। আর আপনি সিগারেট নিয়ে আসতে বলতে পারে এমন সময় তার কাছে থাকবেন না। কৌশলে দূরে থাকবেন। সিগারেট নিয়ে আসা আপনার জন্য ঠিক হবে না।