আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3753

নামায

প্রকাশকাল: 9 মে 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, বেশিরভাগ সময় আমি জামাত ধরতে পারিনা। এক বা দুই রাকাত ছুটে জায়, এ ক্ষেত্রে নামাজ আদায়ের নিয়ম বিস্তারিত ভাবে জানলে উপকৃত হতাম। আর জুম্মার নামাজের যদি শেষ বৈঠকে শরিক হই তবে সেই ক্ষেত্রে নামাজ আদায়ের নিয়ম কি? দুই রাকাত পরবো না ৪ রাকাত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জুমুআর নামাযের শেষ বৈঠকে শরীক হলে ২ রাকআত পড়তে হবে। যে কয় রাকআত ছূটে যায় সেগুলো আদায় করতে হবে। বিস্তারিত জানতে 01762629405 এশার পর।