السلام عليكم ورحمة الله وبركاته
জিজ্ঞাসা ১: তারাবীহ ও তাহাজ্জুদের নিয়ত কি এ রকম হবে (আমি কিয়ামুল লাইল পড়তেছি)
নাকি নির্দিষ্ট নিয়ত করতে হবে। জিজ্ঞাসা ২:তারাবীহ ও তাহাজ্জুদ কি একই জিনিস নাকি ভিন্ন দুইটা আলাদা নামাজ। তাহাজ্জুদ তো শেষ তৃতীয়াংশে কিন্তু তারাবীহ তো আমরা এশার পড়েই শুরু করি।