আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3743

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 29 এপ্রিল 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,আমার একটি প্রশ্ন, নামায এর সময় নামাযী ব্যাক্তির সামনে দিয়ে কুকুর বা বিড়াল গেলে কি নামায ভেংগে যাব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কুকুর বিড়াল সামনে দিয়ে গেলে নামায ভাঙবে না। এমন কি গরু-মহিষ, বাঘ-সিংহ গেলেও না।