আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3739

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 এপ্রিল 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ আমার বিয়ে নিয়ে কিছু জানার ছিলো আমি বিস্তারিত খুলে বলছি আশা করি আমায় উওর দিয়ে সাহায্য করবেন। আমার নাম মারুফ। আমি ৯ম শ্রেণি থেকে প্রেম করি আমি তখন ভাবতাম সত্যিকারের ভালোবাসা ভালো। আমার তখন ইসলামিক কোনো জ্ঞেনই ছিলো না। যখন আমি জানতে পারি প্রেম করা ইসলামে নিষেধ তারপর আমি কোর্ট মেরিজ করি। বিয়ের ৮-৯ মাস পরে আমরা জানতে পারি যে বাবার অনুমতি ছাড়া বিয়ে হবে না। আমাদের নবীজি (সঃ) বলেছেন পিতা ছাড়া যে বিয়ে হবে সে বিয়ে বাতিল বাতিল বাতিল। কিন্তু আমদের শারীরিক সম্পর্ক হয়েগেছে এবং ২০১৯ এর মাঝের দিকে আবার আমাদের বাসায় নিয়ে আসি এবং অনেক দিন ছিলো আমার সাথে। আমি আহলে হাদিস এবং আরো অনেক শায়েখের ভিডিও দেখেছি ওনারা বলেছেন বিয়ে হবে না। এবং আমি শায়েখ আহমদুল্লাহ ওনার একটা ভিডিওতে দেখেছিলাম যে এই বিয়ে নাকি হয়েছে আবার বিয়ে করতে হবে না। এখন আমার প্রশ্নটা হলো যে আমাদের কি করা উচিত? আমার স্ত্রীকে কি ওর বাবা কে রাজি করিয়ে আবার বিয়ে করতে হবে আমাদের নাকি? যদি দয়া করে বিস্তারিত আমার বলতেন অনেক উপকৃত হবো। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অভিভাবক ব্যতীত কোন মেয়ের বিয়ে হবে কিনা এই নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। হানাফী মাজহাবের আলেমদের মত অনুযায়ী হয়ে যাবে। তবে আমার মনে হয়, মেয়ের অভিভাবককে রাজী করিয়া পূনরায় বিয়ে পড়িয়ে নিলে সবচেয়ে ভালো হয। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর দেখুন।