আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3734

বিবাহ-তালাক

প্রকাশকাল: 20 এপ্রিল 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি জানতে চাচ্ছিলাম যে স্ত্রীকে যদি মুখে না বলে মোবাইল মেসেজে ৩ বার তালাক লিখা পাঠানো হয় তাহলে কি তালাক হয়ে যানে? প্লিজ জানাবেন (উল্লেক্ষ আমার স্ত্রীর সাথে একটু রাগারাগি হলেই বলতো তালাক বলতে তাই আমি মেসেজে বলেছিলাম)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিন বার নয় একবারও যদি ম্যাসেজ পাঠাই তবুও তালাক হয়ে যাবে। তবে একবার বা দুইবার পাঠালে পুনরায় ফিরিয়ে নেয়ার সুযোগ থাকে আর তিনবার পাঠালে চিরতরে তালাক হয়ে যায়, আর ফিরিয়ে নেয়ার সুযোগ নেই।