আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3729

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 15 এপ্রিল 2016

প্রশ্ন

আসসালামুঅলাইকুম। আমি একটা বিষয়ে খুব চিন্তিত। আমার 5 বছর যাবৎ একটা ছেলের সাথে সম্পর্ক। কিন্তু এখন আমি বুঝতে পারছি ইসলাামে এটা হারাম। আমি নিজেকে সংশোধন করে দীনের পথে চলতে চাই । কিন্তু আমি কিছুতেই তার থেকে দূরে সরতে পারছি না। কথা না বললে কোনকিছুতে মনোযোগ পাই না,অস্থিরতা অনুভব করি। তার পরিবারে বিয়ের প্রস্তাব দিয়ছি। কিন্তু তার মা রাজি হয় নি। তবুও আমি তাকে ভুলতে পারছি না আবার এই পাপ মেনেও নিতে পারছি না। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথাও ভাবতে পারছি না। এখন আমার কি করা উচিত বুঝতে পারছি না। আমি পাপ থেকেও দূরে থাকতে চাই এবং মনের স্থিরতা আর প্রশান্তি পেতে চাই। এখন আমি কি করতে পারি?কোন আমল করলে আমি এই সমস্যা থেকে উত্তোরনের পথ পেতে পারি দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জাহান্নামের শাস্তির ভয় পাপ থেকে বিরত থাকার সবচেয়ে বড় উপায়। আপনি অবৈধ সম্পর্কে পরিণাম সম্পর্কীত হাদীসগুলো পড়ুন, আর দৃঢ় প্রতিজ্ঞা করুন যে, এই পাপ থেকে বিরত হয়ে যাবেন।