আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3722

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 8 এপ্রিল 2016

প্রশ্ন

আমি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার থেকে বলছি আমাদের গ্রামে রমজান মাসে 30 দিনেই মিলাদ অনুষ্ঠিত হয় প্রত্যেক বাড়িতে একদিন করে আমার কথায় এই যে এই মিলাদ যে পড়াচ্ছে সে কি রমজান মাসে কি সেই ব্যক্তি সোযাব পাবে

উত্তর

মিলাদের নামে ওখানে কি হয় আমরা জানি না। তবে যদি সাধারণভবে ইসলামী বিষয়ে আলোচনা হয়, কোন বিদআত না হয় তাহলে সওয়াব পাবে। আর যদি বিদআতী কাজ হয় সেখানে তাহলে তো গুনাহ হবে।