আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3721

সালাত

প্রকাশকাল: 7 এপ্রিল 2016

প্রশ্ন

আস্সালামুআলাইকুম,
আমার প্রশ্ন হলো নামাজে হাত কোথায় বাঁধবো . আমি যেহেতু হানাফী মাজহাব অনুসরুন করি আমি সালাতে হাত নাভির উপরে বা একটু নিচে হাত বাঁধি আমার প্রশ্ন হলো আমি যখন হাত বাধি আমি হাদিস অনুসারে ডান হাত বাম হাতের উপরে রাখি. কিন্তু অনেকজন বলে প্রথম তিন আঙ্গুল বাম হাতের কব্জির উপরে রাখতে হবে. কিন্তু এই নিয়ম না মেনে শুদু আমি আমার সুবিধা অনুসারে কোনো নির্দিষ্ট আঙ্গুল না রেখে শুধু বাম হাতের উপর ডান হাত রাখি. অনেকটা বাম হাতটাকে চেপে রাখার মতো. আমি এইরকম অনেক মক্কার আলেমদের রাখতে দেখেছি. আমার প্রশ্ন হলো এইভাবে রাখলে কি সুন্নত আদায় হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ডান হাত বাম হাতের উপর রাখলেই সুন্নাত আদায় হবে, আপনি যেভাবে রাখেন তাতে সুন্নাত আদায়া হবে।