আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 3720
শিরক-বিদআত
প্রকাশকাল: 6 এপ্রিল 2016
কেউ যদি কাউকে সম্মান দেখানোর জন্য সালাম করে…শুধু নিয়ত যদি তার সম্মান দেখানোর থাকে…ইখলাস থাকে নাহ যদি..? তাহলে কি তার এই সালাম দেওয়া লোক দেখানো ইবাদতের মধ্যে গণ্য হবে?