আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3718

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 এপ্রিল 2016

প্রশ্ন

আমি একটি ডেভেলপার কোম্পানিতে পরিচালক পদে চাকরি করি । বিভিন্ন ক্রেতাদের কাছে বিভিন্ন দামে একই ফ্ল্যাট বিক্রয় করা হয়, এটা কি জায়েজ? কোম্পানির বিভিন্ন কাজে সরকারি বেসরকারি অফিসের পিওন ও কর্মকর্তাদের বাধ্য হয়ে এবং ইচ্ছা কৃত ঘুষ দিতে হয়, কর ফাঁকি ও দেয়া হয় । প্রভিডেন্ট ফান্ড প্রচলিত আছে । বিনিয়োগ ও লোণ দেয়া নেয়া হয় । পরিচালক হিসেবে আমাকে এখানে স্বাক্ষর করতে হয় । আমার প্রস্ন হল এখানে কি আমার চাকরি করা ঠিক হবে?

উত্তর

আপনাকে যেহেতু সুদ-ঘুষের সাথে জড়িত হতে হচ্ছে তাই আপনার এখানে চাকুরী করা ঠিকে হবে না। আপনে কোন ভালো কর্মের সন্ধান করুন, এই চাকুরী ছেড়ে দিনি। তবে বিভিন্ন ক্রেতাদের কাছে বিভিন্ন দামে একই ফ্ল্যাট বিক্রয় করা না জায়েজ নয়, জায়েজ আছে।