আমার বাবা একটি সুদী ব্যাংকে চাকুরী করেন|আামি একটি পাবলিক বিশ্ব-বিদ্যালয়ে লেখাপড়া করছি|মুহাতারামের নিকট আমার প্রশ্ন হল আমার মাসিক খরচ তার কাছ থেকে নেওয়া জায়েয কিনা? কখনো টিউশনির টাকা দিয়ে নিজের খরচ চালানো চেষ্টা করলেও বড় কোন দরকারে তার টাকা নেওয়াই লাগে বা বাড়িতে গেলে খানা পিনা খরচ তো তিনিই যোগান দেন। এসব ক্ষেএে আমার কি করনীয় দয়া জানালে আমার দিল ঠান্ডা হয়