আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3715

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 এপ্রিল 2016

প্রশ্ন

আমার বাবা একটি সুদী ব্যাংকে চাকুরী করেন|আামি একটি পাবলিক বিশ্ব-বিদ্যালয়ে লেখাপড়া করছি|মুহাতারামের নিকট আমার প্রশ্ন হল আমার মাসিক খরচ তার কাছ থেকে নেওয়া জায়েয কিনা? কখনো টিউশনির টাকা দিয়ে নিজের খরচ চালানো চেষ্টা করলেও বড় কোন দরকারে তার টাকা নেওয়াই লাগে বা বাড়িতে গেলে খানা পিনা খরচ তো তিনিই যোগান দেন। এসব ক্ষেএে আমার কি করনীয় দয়া জানালে আমার দিল ঠান্ডা হয়

উত্তর

যতটা সম্ভব নিজের টাকা দিয়ে চলার চেষ্টা করুন। আর যতদিন নিজে যথেষ্ট উপার্জন না করতে পারবেন ততদিন বাবার থেকে বেশী প্রয়োজন হলে নিতে পারেন। এছাড়া আর কী করবেন। বাবাকে বুঝান, কোন স্বচ্ছ উপার্জনের ব্যবস্থা করতে।