আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3713

যাকাত

প্রকাশকাল: 30 মার্চ 2016

প্রশ্ন

আমার বাবা প্রায় ১০ বিঘার মতো জমিতে ধান চাষ করান। উনি নীজে অসুস্থ আর আমিও বাড়িতে থাকি না লেখাপড়ার জন্য তাই সব কাজ করাতে হয় মানুষকে দিয়ে। এজন্য ধান রোপন ও কাটার সময়ে বাড়িতে কাজের মানুষ রাখা হয়। এরা সবকিছু দেখাশুনা করে। আমার প্রশ্নটা হলে ইসলামে ধানের উপর যে যাকাতের বিধান আছে সে হিসাবে আমাদের কিভাবে যাকাত আদায় করতে হবে। কাজের মানুষের বেতনের টাকার সম পরিমান টাকার ধান বাদ দিয়ে বাকি ধানের উপর? নাকি অন্য কোন নিয়ম আছে? জানালে উপকৃত হবো। উল্লেখ্য ১০ বিঘা জমিতে প্রায় ১৪০/১৫০ মন ধান পাওয়া যায়। কাজের মানুষকে ২ সিজনে প্রায় ২৫ হাজার টাকা দিতে হয় এবং ধান রোপন, জমি চাষ,কাটা, মাড়াই এসব কাজে আরো প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হয়।

উত্তর

কাজর মানুষের পারিশ্রমিক বাদ দিয়ে নয়, রবং যত ধান হতে সেখান থেকে ২০ মন একমন যাকাত বা উশর দিতে হবে।