আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3711

কুরআন

প্রকাশকাল: 28 মার্চ 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লহি ওয়বারাকাতুহ্। হুজুর আমার একটা প্রশ্ন, ধরেন আমি প্রস্রাব পায়খানা করে ঢিলা কূলুপ ব্যবহার করি নাই এবং ওযুও করি নাই এখন কি আমি মোবাইল এ্যাপ থেকে দেখে দেখে কোরআন পড়তে পারবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন দেখে পড়তে হলে পূর্ণ পবিত্র হয়ে পড়া উচিৎ। ওযু ছাড়া, কাপড়ও নাপাক এভাবে কুরআন পড়া আদবের পরিপন্থি। তবে কুরআনে গায়ে স্পর্শ না কর পড়া জায়েজ।