কুরআনে বলা হয়েছে যে, তাদেরকে জোড়া বানিয়ে দেওয়া হবে হুরের সাথে। আরবী ও অন্যান্য লিঙ্গ সচেতন ভাষায় সাধারণ বিধিবিধানে পুংলিঙ্গ ব্যবহার করেই বিধিবিধান প্রদান করা হয়। এরপরও হুর শব্দটি স্ত্রীলিঙ্গ নয়। নারী ও পুরুষ উভয়ের জন্যই শব্দটি ব্যবহৃত হয়। আর মানবীয় প্রকৃতির সাথে একটি সুসমঞ্জস। মানুষ প্রকৃতিগতভাবে আত্মা ও মনের শান্তির জন্য জোড়া চায়। জান্নাতে মহান আল্লাহ তাদেরকে জোড়া প্রদান করবেন; যেন তারা মানবীয় প্রকৃতির প্রশান্তি ও পরিতৃপ্তির পূর্ণতা লাভ করতে পারে। এছাড়া কুরআনে আল্লাহ তায়ালা আরো বলেছেন, وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
অর্থ: তোমাদের জন্য সেখানে (জান্নাতে) থাকবে যা তোমরা চাহিদা করবে এবং যা তোমরা দাবি করবে। সূরা হা-মীম সাজদাহ, আয়াত নং ৩১। এখানে আল্লাহ তায়ালা স্পষ্টই বলেছেন জান্নাতীদের চাহিদা অনুযায়ী সবকিছুই সেখানে থাকবে। সুতরাং এই বিষয়টি নিয়ে চিন্তা করা অবান্তর।