আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3705

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 মার্চ 2016

প্রশ্ন

প্রভিডেন্ট ফান্ডে যে টাকা কাটানো হয়, সেখানে সুদমুক্ত রাখার অপশন রয়েছে। এরপরও বেশিরভাগ ব্যক্তি সে সুবিধা গ্রহণ করেন না। তারপরও কি প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশ হালাল হবে?

উত্তর

প্রভিডেন্ট ফান্ডের মূল টাকা এবং লাভের টাকা চাকুরিজীবীদের জন্য হালাল। যেহেতু তারা ইচ্ছাকৃত ঐ ফান্ডে টাকা রাখে না বরং বাধ্যতামূলক সরকার রেখে দেয় তাইঐ টাকার প্রকৃত মালিক তারা হয় নি বলে বিবেচ্য। যখন টাকা হাতে পাবেন তখন তার মালিক হবেন। সুতরাং ঐ টাকার সুদের গুনাহ তাদের হবে না। লাভসহ সব টাকা নিতে পারবে। তবে ইচ্ছাকৃত প্রভিডেন্ট ফান্ডে অতিরিক্ত টাকা রাখলে সেই টাকার সুদ নেওয়া হারাম।