আসসালামু আলাইকুম। গ্রামে প্রচলিত একটা নিয়ম আছে যে টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা হয় । এবং ঋণ দেওয়ার বদৌলতে ঋণদাতা জমিদাতার জমি চাষ করার অধিকার পায়। তবে এক্ষেত্রে সম্পূর্ণ খরচ ঋণদাতা ই বহন করে। আমার প্রশ্ন হচ্ছে এটা কি সুদের আওতাভুক্ত? এটা কি ইসলামে বৈধ?